জন্মদিনে প্রকাশ হলো বাচ্চুর অপ্রকাশিত গান ‘ভাবসূত্র’
প্রকাশিত : ১১:৪০, ১৭ আগস্ট ২০১৯

‘গিটারের জাদুকর’ আইয়ুব বাচ্চুর ৫৭তম জন্মদিন ছিল ১৬ আগষ্ট। এ ব্যান্ড তারকা আজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তার রেখে যাওয়া গান কালজয়ী হয়ে আছে মানুষের কাছে। এদিকে আইয়ুব বাচ্চু ভক্তদের জন্য তার জন্মদিনে একটি অপ্রকাশিত গান প্রকাশ করা হলো। গানটির শিরোনাম ‘ভাবসূত্র’। এর কথা লিখেছেন মারজুক রাসেল। আর সুর ও সংগীত করেছিলেন আইয়ুব বাচ্চু।
২০০৪ সালে গানটি রেকর্ড করা হয়েছিলো। কিন্তু প্রকাশ হয়নি। এবার গানটি প্রকাশ করছে ঐতিহ্যবাহি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক। ২০০৪ সালে ‘ফিসফাসফিস’ শীর্ষক অ্যালবাম আয়োজন করেছিলেন কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল। অ্যালবামের সব গানের কথা লিখেছিলেন তিনি। অ্যালবামের শিল্পীরা ছিলেন আইয়ুব বাচ্চু, আসিফ আকবর ও পান্থ কানাই। ১২টি গান দিয়ে সাজানো হয় অ্যালবাম। কিন্তু ‘ভাবসসূত্র’ শীর্ষক আইয়ুব বাচ্চুর গাওয়া গানটি টেকনিক্যাল কারণে প্রকাশ হয়নি তখন। ১৪ বছর পর এ গানটি প্রকাশ হলো শিল্পীর জন্মদিনে।
এ বিষয়ে সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘সে সময়ে আইয়ুব বাচ্চুর গান ধারাবাহিকভাবে প্রকাশ করেছি আমরা। কিন্তু ‘ভাবসূত্র’ গানটি ‘ফিসফাসফিস’ অ্যালবামে থাকার কথা থাকলেও টেকনিক্যাল কারণে প্রকাশ করা হয়নি তখন। গানটির গীতিকার মারজুক রাসেল গত বছর আইয়ুব বাচ্চু প্রয়াত হবার পর আমাকে গানটির কথা বলেন। এরপর গানটি খুঁজে নতুন করে এটি এডিট ও রিমাস্টার করে প্রকাশ করলাম আমরা। আমার বিশ্বাস আইয়ুব বাচ্চু ভক্তদের ভালো লাগবে গানটি।’
এসএ/