ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রণবীরকে প্রকাশ্যেই ‘ড্যাডি’ বলে ডাকলেন দীপিকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ১৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:৪৭, ১৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী দীপিকা তার স্বামী রণবীর সিংকে ‘ড্যাডি’ নামে ডেকেছেন! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যেই রণবীরকে এভাবেই ডাকলেন দীপিকা।

সম্প্রতি, লন্ডনের রাস্তায় গাড়ি চালাতে চালাতে ভক্তদের সঙ্গে লাইফ চ্যাটে অংশ নিয়েছিলেন রণবীর সিং। আর রণবীরের সেই লাইভের সময় দীপিকা কমেন্টে লেখেন, ‘হাই ড্যাডি’  সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। রণবীরও অবশ্য উত্তরে দিপ্পিকে লেখেন, ‘হাই বেবি’।

রণবীর-দীপিকার এই কাণ্ড দেখে কমেন্ট করেন রণবীরের ঘনিষ্ঠ বন্ধু তথা অর্জুন কাপুর। তিনি কমেন্টে লেখেন, ‘Baba bhabhi is gonna give u one’.

সম্প্রতি লন্ডনের একটা ম্যাগাজিনের ফটোশ্যুটে দেখা গেছে রণবীর-দীপিকাকে। আবার কবীর বেদী পরিচালিত ছবি ‘৮৩’-তেও একসঙ্গে অভিনয় করছেন রণবীর-দীপিকা।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি