ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুষড়ে পড়েছেন আমির-কন্যা ইরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ২২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

আমেরিকা পাড়ি দিয়েছেন বন্ধু মিশাল কৃপালনী। আর এদিকে মুম্বাইতে পড়ে আছেন ইরা খান। আর তাতেই মুষড়ে পড়েছেন আমির-কন্যা ইরা খান। ইনস্টা অ্যাকাউন্ট থেকে নিজেদের ছবি পোস্ট করে হ্যাশট্যাগ দিয়ে সে কথা লিখেওছেন তিনি। তবে একেবারে ভেঙে পড়ার মেয়ে নন ইরা। মন খারাপ হলেও ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সব কিছু ঠিক হয়ে যাবে’।

নিজের সম্পর্কের ব্যাপারে কোনও দিন বিশেষ লুকোছাপা করেননি ইরা। কিছুদিন আগে ইনস্টাগ্রামে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি এখন কাউকে ডেট করছেন? উত্তরে তিনি নিজের এবং মিশাল কৃপালনীর ছবি দেন। সেই সঙ্গে ছবিতে ট্যাগও করে দেন মিশালকে। মাঝেমধ্যেই নিজেদের ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।

সুপারস্টার আমির এবং তার প্রাক্তন স্ত্রী রীনার মেয়ে ইরা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ। সম্প্রতি তার ফোটোশুট নজর কেড়েছিল নেটিজেনদের। জংলা ছাপের ঘন রঙের পোশাক। সঙ্গে ভারী গয়নায় অন্যভাবে হাজির হন ইরা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি