ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কিশোরীর ছড়ানো নগ্ন ছবি নিয়ে নোবেলের বক্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ২৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১৫:৫৭, ২৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জি বাংলার সারেগামাপা দিয়ে অগণিত ভক্ত তৈরি করে ফেলেন নোবেল। তার গান শোনার জন্য টিভি সেটের সামনে সবাই বসে থাকতেন। হঠাৎ করেই সেই নোবেলের নামে অভিযোগ তোলেন এক কিশোরী। গোপালগঞ্জে থাকাকালীন সময়ে নোবেল সেই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ তোলেন।

তার দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু এখন নোবেল তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তার মতে, মিথ্যে প্রেমের জালে ফাঁসিয়েই নোবেল তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। নোবেল মাদক সেবন করেন বলেও অভিযোগ করেন সেই কিশোরী।

শাহরিন সুলতানা নামের ওই কিশোরী নোবেলের নগ্ন ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য তুলে ধরেন। এরপরই সামাজিক মাধ্যমে ঝড় উঠে। কিন্তু কিশোরীর পরিচয় পাওয়া যায়নি। তবে নোবেলের এই ঘটনা নিয়ে কলকাতার গণমাধ্যমগুলো ছিল ব্যাপক সরব।

এরপর দীর্ঘ সময় নোবেলের আর দেখা মেলেনি। তার ফেসবুকটিও ডিজেবল হয়ে যায়। তাকে ফোন করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন নোবেল। তিনি কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কের বিষয়টিকে অস্বীকার করেছেন। তার বক্তব্য, এসব এডিট করে করা হয়েছে।

গণমাধ্যমকে নোবেল বলেন, ‘কেউ চাইলে যে কোনো ছবি এখন এডিট করা যায়। আমাকে নিয়ে যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, সেগুলি সব এডিট করা। শুধু তাই নয়, যিনি ছবিগুলি প্রকাশ করেছেন, বর্তমানে তার কোনও হদিস নেই।’

তার মতে, ভাবমূর্তি নষ্ট করার জন্যই তার বিরুদ্ধে এসব কাজ করা হচ্ছে।

/এসি/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি