ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যতই ব্যস্ত থাকুন বৃদ্ধ মা-বাবাকে সময় দিন: অক্ষয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ২৮ আগস্ট ২০১৯ | আপডেট: ১৯:০০, ২৮ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

মা-বাবার ভালোবাসার সঙ্গে অন্যকিছু তুলনা হয় না। তাই সকলের উচিত কোনও শর্ত ছাড়াই বাবা-মাকে ভালোবাসা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই বার্তা দিলেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি।  সেখানে দেখা যাচ্ছে মা অরুনা ভাটিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তাকে নিয়ে লন্ডনের রাস্তায় ঘুরতে বের হয়েছেন তিনি।

সেই ভিডিও’র ক্যাপশানেই অক্ষয় লিখেছেন, ‘ শ্যুটিংয়ের ফাঁকে মায়ের সঙ্গে কিছু সময় কাটাবো বলে ঠিক করলাম। পরিবর্তনশীল জীবনে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। তবে বাবা-মাকে সময় দিতে ভুলবেন না।’

এর আগে মা অরুণা ভাটিয়ার যোগ ব্যায়াম করার ভিডিও শেয়ার করে অক্ষয় জানিয়েছিলেন ‘৭৫ বছর বয়সে হাঁটুর অস্ত্রপচারের পরও মা নিয়মিত যোগ করেন এবং ধীরে ধীরে সেরেও উঠছেন।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ছবি ‘মিশন মঙ্গল’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সুপারহিট এই ছবি। ইতোমধ্যেই ১৫০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছে অক্ষয়ের এই ছবি। সম্প্রতি ফোর্বসের বিশ্বের সর্বাধিক ধনী তারকাদের তালিকায় চতুর্থ স্থান দখল করে নেন অক্ষয় কুমার।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি