সালমার ‘মন মাঝি’ গানে হৃদয় ছোঁয়া গল্পে অহনা (ভিডিও)
প্রকাশিত : ১১:০০, ২৯ আগস্ট ২০১৯

প্রকাশ পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার ‘মন মাঝি’ গানের মিউজিক ভিডিও। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা। হৃদয় ছোঁয়া গল্পের চমৎকার একটি চরিত্রে দেখা গেছে তাকে। ভিডিওটিতে অহনার বিপরীতে রয়েছেন নবাগত মডেল রোমিও।
যদিও গানটি প্রকাশ হয় ২০১৭ সালে। তখন সেই গানটির লিরিকাল ভিডিও খুব জনপ্রিয় হয়। এবার ‘মন মাঝি’ গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হলেন সালমা।
এছাড়া ‘মন মাঝি’র মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন রিফাত চৌধুরী জিদান ও শিশু শিল্পী আজান। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আহমেদ শাকিল নিশান।
গানটির কথা ও সুর করেছেন জিয়া উদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। মিউজিক ভিডিওটি বুধবার জিসান মাল্টিমিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
মিউজিক ভিডিওটি নিয়ে সালমা বলেন, ‘‘মন মাঝি’ গানটি আমার ১১তম একক অ্যালবামের টাইটেল ট্র্যাক। গানটি প্রকাশ হয় ২০১৭ সালে ভালোবাসা দিবসে উপলক্ষে। তখন এটি শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়। আশা করি এবার গানের ভিডিওটিও হিট হবে।’
গানটি দেখতে ক্লিক করুন :
এসএ/