ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছোট পোশাকে বিব্রত নোরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নোরা ফাতেহি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও ‘পছতাওগি’। এতে ‘উরি’ তারকা ভিকি কুশলের সঙ্গে দেখা গেছে তাকে। নতুন সেই গানের প্রচারণা চালাচ্ছেন দুজন। খবর হচ্ছে- একটি আয়োজনে নাচতে গিয়ে বিব্রত হলেন নোরা। ওই অনুষ্ঠানের একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে ‘পছতাওগি’ গানের তালে নাচছিলেন নোরা ও ভিকি। নাচতে গিয়ে যেই না ভিকির বাহুতে পুরো শরীরের ভার সমর্পণ করলেন, অমনিই ঘটে গেলো সেই কাণ্ড। বাতাস এসে নোরার ছোট পোশাকে হানা দিলো। যদিও সঙ্গে সঙ্গে হাত দিয়ে সামলে নিয়েছেন তিনি। ছোট পোশাকে নাচতে গিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে যান এই তারকা।

প্রসঙ্গত, ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ বেলি ড্যান্স দিয়ে বিনোদন দুনিয়ায় ঝাঁকুনি দিয়েছিলেন নোরা ফাতেহি। এর পর ফের জন আব্রাহামের ‘বাটলা হাউস’ সিনেমায় বলিউডের হিট গান ‘ও সাকি সাকি’র নতুন ভার্সন নিয়ে হাজির হন তিনি। এ গানে নোরার আবেদনময় নাচে দিশেহারা হন তার ভক্তকুল।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি