ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দু’কলিতেই বাজিমাত, এবার শুনুন পুরো গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৬, ২৯ আগস্ট ২০১৯ | আপডেট: ২৩:৫৭, ২৯ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এক গানই বদলে দিল ভবঘুরে রানুর জীবন। সোশ্যাল মিডিয়া মজে আছে তার গানে। বাজারে এখন শুধুই হিট রানুর গান। বলিউডের ছবিতে হিমেশ রেশমিয়ার সুরে প্লে ব্যাক করে আলোচনায় উঠে এসেছেন এই লতাকণ্ঠী শিল্পী।

রানুর গলায় তেরি মেরি গানের দু'কলি এখন প্রায় সর্বত্রই শোনা যাচ্ছে। অনেকেই মুগ্ধ হয়েছেন রানু মণ্ডলের গাওয়া এই গানে। তবে এখনও পর্যন্ত গানের ওই দু'কলিই শোনা যাচ্ছে। তবে বুধবার প্রকাশ্যে আনা হয়েছে হিমেশের ছবিতে রানুর গাওয়া পুরো গান। ভিডিয়োতে হিমেশের নায়িকার গলাতে শোনা গেল রানুর সেই ভাইরাল হওয়া গান। আপনিও শুনে নিতে পারেন পুরো গানটি।

প্রসঙ্গত, গানের জন্যই আপাতত খবরের শিরোনামে রয়েছেন রানু মণ্ডল। শোনা যাচ্ছে দাবাং থ্রি ছবিতেও নাকি রানুকে দিয়ে প্লে ব্যাক করাতে চাইছেন খোদ সালমান খান। যদিও এবিষয়ে রানু কিংবা ছবির নির্মাতারা কেউই মুখ খোলেননি। 

 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি