ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আজ শুভ্রা দেবনাথের একক সংগীত সন্ধ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রবীন্দ্রসংগীতশিল্পী শুভ্রা দেবনাথের একক সংগীত সন্ধ্যা আজ। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের নুভেলভাগ অডিটোরিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় এটি অনুষ্ঠিত হবে।

গানে শুভ্রার হাতেখড়ি ছোটবেলা থেকেই। সংগীতশিল্পী দিলীপ দাসের কাছ থেকে তিনি প্রথম তালিম নেন। এরপর ওস্তাদ মুরাদ আলী, লিলি ইসলাম, সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে সংগীতের ওপর তালিম নিয়েছেন।

শুভ্রা দেবনাথ দেশ ও দেশের বাইরে আরো অনেক একক সংগীতসহ অনেক মঞ্চে পারফর্ম করেছেন। তিনি এন্ড্রু কিশোরের সঙ্গে সিনেমায় প্লেব্যাকও করেছেন। এছাড়া তিনি দুটি একক ও দ্বৈত অ্যালবামে প্রকাশ করেছেন। আগামীতে শুভ্রা দেবনাথের আরো দুটি একক রবীন্দ্রসংগীতের অ্যালবাম বাজারে আসবে। এ দুটি অ্যালবামের রেকর্ডিং করেছেন কলকাতায়। সংগীত পরিচালনায় ছিলেন অজয় মিত্র।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি