ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় গানেও ঝড় তুলছেন রানু মণ্ডল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৩০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রাস্তা থেকে উঠে এসে একের পর এক ঝড় তুলছেন রানু মণ্ডল। 'ইন্টারনেট সেনসেশন' রানু ফের উঠে এলেন খবরের শিরোনামে। হিমেশ রেশমিয়ার সঙ্গে 'তেরি মেরি কাহানি'-র পর এবার 'আদত' নামে আরও একটি গান রেকর্ড করলেন রানু মণ্ডল। ইতিমধ্যেই রানুর সেই গানের প্রথমাংশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন হিমেশ রেশমিয়া।

শুনুন রানু মণ্ডলের সেই গান...

 

এদিকে হিমেশ রেশমিয়ার সিনেমায় গানের পর সালমান খানের 'দাবাং থ্রি'-তেও এবার রানু মণ্ডলকে গানের প্রস্তাব দেওয়া হয় বলে খবর। পাশাপাশি রানু মণ্ডলকে মুম্বইতে ৫৫ লক্ষের একটি ফ্ল্যাটও সালমান খান উপহার দেন বলে খবর। সেই সঙ্গে রানু মণ্ডলকে এবারের বিগ বসের সিজনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে। যদিও শোয়ের নির্মাতারা এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

অন্যদিকে বলিউডের পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন বলে একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে জানান রানু মণ্ডল। ফিরোজ খান, তাঁর ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভাল করতেন বলেও জানান রানু।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি