ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সালমানের সঙ্গে দেখা করে গাইলেন রানু

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ১৯:২০, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

হিমেশের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ঝড় তুলেছেন রানু মণ্ডল। এবার রানু মণ্ডল গান গাইলেন আরও একজন গায়কের সঙ্গে। আর ইনি হলেন ইন্ডিয়ান আইডল- ১০ এর বিজেতা সালমান আলি।

সম্প্রতি, মুম্বইতে গিয়ে ইন্ডিয়ান আইডল থেকে উঠে আসা এই গায়কের সঙ্গে দেখা করেন রানু মণ্ডল। তার সঙ্গে রানুর নতুন গান 'তেরি মেরি কাহিনি' ও গেয়ে শোনান। রানুর গাওয়া সেই গানের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সালমান। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি পোস্ট হতেই সেটি ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, হিমেশের ছবির জন্য রানুর গাওয়া 'তেরি মেরি কাহানি' গানটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কমবেশি সকলেই প্রায় সোশ্যাল মিডিয়ার এই নয়া সেনসেশনের গানের গলায় মুগ্ধ। তবে শুধু 'তেরি মেরি কাহানি'ই নয়, হিমেশের ছবিতে আরও একটি গান গেয়ে ফেলেছেন রানু। এদিকে শোনা যাচ্ছে রানাঘাটের রেলস্টেশনে এতদিন গান গেয়ে বেড়ানো রানুকে নতুন একটি বাড়ি দিয়েছেন রানাঘাটের স্থানীয় প্রশাসন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি