ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

প্রিয়াংকা বিশ্বাসের ‘মেঘের পরে বৃষ্টি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২২:১৯, ২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’এর মাধ্যমে পথ চলা শুরু। ২০১২ সালের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে দশম স্থান অর্জন করেছিলেন প্রিয়াংকা বিশ্বাস। এর আগে ২০১০ সালে বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্র আয়োজিত ‘সেরাদের সেরা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন প্রিয়াংকা।

সম্প্রতি গীতিকার জুলফিকার জাহেদীর কথায় ‘মেঘের পরে বৃষ্টি’ শিরোনামের নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন প্রিয়াংকা বিশ্বাস। গানটির সুর ও মিউজিক করেছেন আবদুল্লাহ আল জাবের।

গানটি প্রসঙ্গে গীতিকার জুলফিকার জাহেদী বলেন, ‘গানটির সঙ্গে আমার ব্যক্তিগত ঘটনা জড়িত। তাছাড়া এটি এক বছর আগের লেখা। এই একটি বছর শুধু চিন্তা করেছি কার গণ্ঠে গানটি ভালো লাগবে। অবশেষে প্রিয়াংকা কে নির্বাচন করি। যেভাবে গানটি চেয়েছি প্রিয়াংকা ঠিক সে ভাবেই গেয়েছে। গানের কথাগুলো কঠিন হলেও প্রিয়াংকা খুব সহজেই নিজের মধ্যে ধারণ করেছে।’

‘‘মেঘের পরে বৃষ্টি’ একটি দুর্দান্ত গানের রেকর্ডিং পারফরম্যান্স হয়েছে। অনেক যত্ন নিয়ে গানটি লেখা। অক্টোবরে গানটির মিউজিক ভিডিও ধারণ করে আদ্রিয়ান ফিল্মস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশ করা হবে। আশা করছি প্রিয়াংকার কন্ঠে আমার লেখা নতুন এই গানটি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে।’

প্রিয়াংকা বিশ্বাস বলেন, ‘আমি সবসময়ই আমার মনের মতো করেই গাওয়ার চেষ্টা করি। অনেক যত্ন নিয়ে এবং গতানুগতিক ধারা থেকে বেরিয়ে শ্রোতা দর্শকদেরকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করেছি।’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি