ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এভাবেই ক্যামেরাবন্দি হলেন রণবীর আলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩১, ৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

তারকাখচিত গণেশ চতুর্থীর সেলিব্রেশন অনুষ্ঠানে এভাবেই ধরা পড়লেন রণবীর আলিয়া। আম্বানিদের গণেশপুজোয় বলিউডের এই লাভ বার্ড পৌঁছতেই তাঁরা ক্যামেরাবন্দি হন।

সোমবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে সেজে উঠেছিল আম্বানিদের আন্তিলিয়া। সেদিন সন্ধ্যায় সেখানে একসঙ্গে পৌঁছেছিলেন 'রণলিয়া' জুটি। তারা গাড়ি থেকে পৌঁছতেই তাদের লক্ষ্য করে ঝলসে ওঠে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ। ভিড়ে ঠাসাঠাসি অনুষ্ঠানে প্রতি মুহূর্তে আলিয়াকে আগলে রাখতে দেখা গেছে রণবীরকে। 

এদিন আলিয়াকে দেখা গেল হলুদ শাড়ি ও গোলাপি স্লিভলেস ব্লাউজে। আর রণবীরকে দেখা গেল আকাশি রঙের কুর্তা-পাজামায়। ক্যামেরা দেখতেই পোজ দিতে ভুললেন না রণবীর। হাসি মুখে ধরা পড়লেন আলিয়াও। তাদের সঙ্গেই দেখা গেল বন্ধু তথা পরিচালক অয়ন মুখোপাধ্যায়কেও।

আম্বানিদের গণেশ পুজোয় আচমকাই আমির খানের সঙ্গে দেখা হয়ে গেলে, তার সঙ্গে ছবি তুলতে দেখা যায় রণবীরকে। 

খুব শীঘ্রই রণবীর-আলিয়া জুটিকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। অন্যদিকে সূত্রে খবর, রণবীর নাকি ইতিমধ্যেই বিয়ের ব্যাপারে আলিয়ার বাবা মহেশ ভাটের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে নিয়েছেন। আলিয়া-রণবীরের ভক্তরা এখন সেই অপেক্ষাতেই দিন গুণছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি