রবীন্দ্র ও নজরুলের গানে মেহরীনের নতুন অ্যালবাম
প্রকাশিত : ১১:৪৬, ৭ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৬, ৭ সেপ্টেম্বর ২০১৯

কণ্ঠশিল্পী মেহরীন। পপরক ও টেকনো, জ্যাজ, ফিউশনসহ পাশ্চাত্য ঘরানার সঙ্গীতপ্রধান গান করে শ্রোতাদের মধ্যে সাড়া জাগিয়েছেন এই কণ্ঠশিল্পী। এবার বাংলা সাহিত্যের দুই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান নিয়ে অ্যালবাম করছেন তিনি। কালজয়ী ১০টি রবীন্দ্র ও নজরুলসঙ্গীতে সাজানো হচ্ছে তার নতুন অ্যালবাম। এর নাম দেওয়া হয়েছে ‘বন্ধুতা’।
বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতদিন শ্রোতারা যেসব গান শুনে এসেছেন, তারই কিছু গান এবার শুনতে পাবেন মেহরীনের কণ্ঠে। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন কলকাতার স্বনামধন্য সঙ্গীত পরিচালক দূর্বাদল চট্টোপাধ্যায়। অ্যালবামের গানগুলো শ্রোতারা শুনতে পাবেন মেহরীন ডট নেট থেকে।
এর আগে মেহরীন তার ‘সেভেন’ অ্যালবামে ফোক গানও গেয়েছেন। কিন্তু এই প্রথম দুই কবির গান নিয়ে পূর্ণাঙ্গ একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন।
এ বিষয়ে মেহরীন জানান, সাহিত্য আর সঙ্গীতের অনিন্দ্য সৃষ্টি দিয়ে রবিঠাকুর ও নজরুল আমাদের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছেন। যে জন্য কম-বেশি সব শিল্পীর ইচ্ছা হয় এ দুই কবির কোনো না কোনো গান কণ্ঠে তুলে নেওয়ার। সেই ভালো লাগা থেকে ‘বন্ধুতা’ অ্যালবামটি করেছেন তিনি।
তার কথায়, এ অ্যালবামের নির্বাচিত গানগুলো যুগ যুগ ধরে শ্রোতাহৃদয় আন্দোলিত করে আসছে।
এসএ/