ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মুক্তি পেলো তিশা ও ইয়াশের ‘মায়াবতী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সারাদেশে মুক্তি পেয়েছে নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘মায়াবতী’। আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) একসঙ্গে দেশের ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। ‘মায়াবতী’ তার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘আলতাবানু’ নির্মাণ করেছিলেন তিনি।

সিনেমাটির গল্পে দেখা যাবে, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে তার বেড়ে ওঠা। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। মোট কথা নারী পাচার ও একটি মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে তিশা বলেন, ‘পৃথিবীর প্রত্যেকটি মানুষের না বলার অধিকার আছে-সবার উচিত এটাকে সম্মান করা। আর এই মেসেজটা নিয়েই অরুণ চৌধুরী ‘মায়াবতী’ সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে।’

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত ‘মায়াবতী’তে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি