ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর আরেকটি অপ্রকাশিত গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রকাশ পেল আইয়ুব বাচ্চুর আরেকটি অপ্রকাশিত গান। ‘ফোঁটায় ফোঁটায়’ শিরোনামের গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শিল্পী আইয়ুব বাচ্চু নিজেই।

‘আপন মনে দিনরাতে খুঁড়েছি/ খুঁড়েছি গোপন হৃদয়খানি/ সঙ্গোপনে লোভী মাছি/ করছে উপোস কানাকানি/ কখন ঝরবে খুন ফোঁটায় ফোঁটায়/ মিটবে পিপাসা ফোঁটায় ফোঁটায়'- এমন কথায় সাজানো হয়েছে গানটি।

সম্প্রতি গীতিকার নিয়াজ আহমেদ অংশুর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে গীতিকার ও প্রকাশক অংশু জানান, আইয়ুব বাচ্চু তার ‘মুহূর্তের মুহূর্তগুলো’ অ্যালবামের জন্য ‘ফোঁটায় ফোঁটায়’ গানটি রেকর্ড করেছিলেন। কিন্তু আকস্মিকভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ায় অ্যালবামটি অপ্রকাশিত থেকে গেছে। তার ভক্তদের কথা ভেবেই ইউটিউবে একটি গান প্রকাশ করা হয়েছে।

রক ঘরানার সুর-সঙ্গীতের এই গান অনেকের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি