ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র বানাবেন অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘আয়নাবাজি’ খ্যাত পরিচালক অমিতাভ রেজা চৌধুরী এবার বঙ্গবন্ধুকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন। যদিও তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এর ওয়ার্কিং টাইটেল ‘বঙ্গবন্ধু’।

অমিতাভ রেজা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি তথ্যচিত্রের কাজ করব। চিত্রনাট্যের কাজ এখনো চলছে। আগামী সপ্তাহের মধ্যে অনেক কিছুই চূড়ান্ত হয়ে যাবে। শুটিং শেষ করতে দুই-তিন মাস সময় লাগবে বলে ধারণা করছি।’

সম্প্রতি অমিতাভ শেষ করেছেন তার নতুন সিনেমা ‘রিকশা গার্ল’ সিনেমার কাজ। এটি আগামী বছরের প্রথম দিকে মুক্তির পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। এ সিনেমাটি মুক্তির পর নতুন আরেকটি সিনেমা পরিচালনা করার পরিকল্পনা রয়েছে এই নির্মাতার।

উল্লেখ্য, বঙ্গবন্ধুকে নিয়ে অমিতাভ যে তথ্যচিত্রটি নির্মাণ করবেন তা সরকারি কোনো কাজ নয় বলে জানিয়েছেন তিনি। কোন একটি প্রতিষ্ঠান থেকে কাজটি হচ্ছে। তবে সেই প্রতিষ্ঠানের নাম এখনই প্রকাশ করছেন না নির্মাতা।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি