ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

জহির রায়হানের বড় ছেলে বিপুল হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০১৯

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্রকার জহির রায়হানের বড় ছেলে নাট্যকার ও নির্মাতা বিপুল রায়হান।

আজ শনিবার ভোর ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকার ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

বিপুল রায়হানের মেয়ে ভাষা রায়হান এক ফেইসবুক পোস্টে জানান যে, চিকিৎসকদের পরামর্শে সিসিইউতে রাখা হয়েছে তার বাবাকে।

তিনি লিখেছেন- ‘বাবার অবস্থা সংকটাপন্ন এ মুহূর্তে।’

এর আগে ২০১৫ সালে হৃদরোগে আক্রান্ত হন জহির রায়হান ও সুমিতা দেবীর বড় ছেলে বিপুল। তখন তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

উল্লেখ্য, ৫০টিরও বেশি নাটক ও টেলিছবি নির্মাণ করেছেন বিপুল রায়হান। এছাড়া তিনি ‘দেয়াল’ ও ‘জাগে আমার প্রাণ’ নামে দুটি স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি