ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

অন্যের গাওয়া গানে মডেল হলেন ইমরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল। নিজের গাওয়া গানের ভিডিওতে তিনি বহুবার মাডেল হয়েছেন। এবার আর নিজের গানে নয়, অন্যের গাওয়া গানের ভিডিওতে মডেল হলেন এই তারকা। গানের শিরোনাম ‘এক শিশি বিষ’। গানটির কথা লিখেছেন- সুহৃদ সুফিয়ান। আর সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন জুয়েল মোর্শেদ।

ইমরানের সঙ্গে গানটিতে রয়েছেন কলকাতার মডেল ও অভিনেত্রী শুভশ্রী কর। সম্প্রতি পুবাইলে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে।

এবারই প্রথম নিজে না গেয়েও কোনো গানের মডেল হলেন ইমরান।

এ বিষয়ে ইমরান বলেন, ‘এটা শখ করে করেছি। আগে প্রীতমের গানে হাবিব ভাই, ধ্রুব গুহ দাদার গানে আসিফ ভাইও মডেল হয়েছিলেন। তা ছাড়া গানটি জুয়েল ভাইয়ের। তিনি আমাকে খুব ভালোবাসেন, আদর করেন। পেশার দিক থেকে ভেবে নয়, বরং সম্পর্কের কারণে কাজটি করা।’

জুয়েল মোর্শেদ বলেন, ‘আমার এই গানটির অডিও ২০১৫ সালে সিডি চয়েজ থেকে প্রকাশিত হয়। ইমরানের খুব পছন্দের গান এটি। প্রায়ই আমাকে ভিডিও করার কথা বলতো সে। মজার ছলে একদিন ইমরানকে বললাম—তুমি যদি মডেল হও তাহলে ভিডিও করব। আমি মজা করেই কথাটা বলেছিলাম। ভাবিনি, সে রাজি হবে। কিন্তু সে রাজি হয়ে গেল।’

ভিডিওটির নির্মাতা ভিকি জাহেদ জানান, আগামী ১৯ সেপ্টেম্বর ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি