ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও আসছে মোদীর বায়োপিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আবারও আসছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। তার ৬৯তম জন্মদিনে বায়োপিকের প্রথম লুক প্রকাশ করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে অক্ষয় কুমার ‘মন বৈরাগী’ (মোদীর বায়োপিকের নাম)’র প্রথম লুক প্রকাশ্যে আনেন।

বলিউডের জনপ্রিয় পরিচালক সঞ্জয় লীলা বনশালির হাত ধরে ফের মোদীর জীবন গল্প উঠে আসছে রূপোলি পর্দায়। তবে মোদীর বায়োপিক ‘মন বৈরাগী’ কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

যদিও এই প্রথমবার নয়, এর আগে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের হাত ধরে মুক্তি পায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক। ওই সিনেমায় একটি মধ্যবিত্ত পরিবার থেকে মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত সমস্ত কাহিনী ফুটে ওঠে।

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি