ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর নিকের জন্মদিনে প্রিয়াঙ্কার উপহার (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

১৬ সেপ্টেম্বর, সোমবার ছিল মার্কিন পপ তারকা নিক জোনাসের জন্মদিন। নিকের জন্মদিন মানে প্রিয়াঙ্কার কাছে ‘স্পেশাল’ দিন। আর তাই স্পেশাল দিনে হাবি নিক জোনাসকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। যেটি ছিল বর নিকের জন্য প্রিয়াঙ্কার স্পেশাল উপহার।

ভিডিওতে দেখা যায়- নিকের সঙ্গে ক্যামেরাবন্দি হওয়া অদেখা, কিছু সুন্দর মুহূর্ত। যেখানে কখনও প্রিয়াঙ্কাকে, কখনও আবার মধু চোপড়াকে (প্রিয়াঙ্কার মা) দেখা গেছে। আবার কখনও নিকের ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিতে দেখা গেছে ভারতীয় দেশি গার্লকে।

সেই ভিডিও’র ক্যাপশানে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমার জীবনের আলো, তোমার সঙ্গে কাটানো প্রতিটা দিন আগের দিনের থেকেও আরো ভালো হয়ে থাকে। তুমি পৃথিবীর সব আনন্দটুকু পাওয়ার যোগ্যতা রাখো। আমার দেখা সবথেকে বেশি গর্জিয়াস মানুষ। আমার হওয়ার জন্য ধন্যবাদ। শুভ জন্মদিন জান।’

এদিকে দুলহা’র সাজে ভাই নিক জোনাসের একটি ছবি শেয়ার করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জো জোনাস।

প্রসঙ্গত, জন্মদিনের কিছুদিন আগই নিকের বয়স ২৭ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হয়েছিলেন দেশি গার্ল। নিকের ২৬ বছর বয়সেই তার বয়স ২৭ বলে উল্লেখ করেছিলেন পিগি চপস। কিন্তু সেই ভুল শুধরে দিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কার ভক্তরাই।

সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি