ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আজ প্রকাশ্যে আসছে বাচ্চুর ‘রুপালি গিটার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১৮ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু চলে গেছেন বেশ কিছুদিন হলো। কিন্তু আজও ভক্ত-শ্রোদের কাছে রয়ে গেছ তাঁর অনবদ্য সৃষ্টি। বাচ্চুর গিটার প্রেমের কথা সবারই জানা। তাইতো প্রিয় তারকাকে প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করতে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ের গোলচত্বরে স্থাপিত হয়েছে রুপালি গিটারের প্রতীক। আজ আনুষ্ঠানিকভাবে উম্মোচন করা হবে বাচ্চুর সেই রুপালি গিটারের প্রতীক।

এটির উদ্বোধনে অংশ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ রেজাউল করিম রেজা এ তথ্য জানান।

তিনি জানান, আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ ও তার সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর লক্ষে নগরীর গুরুত্বপূর্ণ প্রবর্তক মোড় চত্বরে তার ঐতিহাসিক রুপালি গিটারের আদলে রুপালি গিটারের একটি প্রতীক বসানো হয়েছে। এখানে আইয়ুব বাচ্চুর ছবিও থাকবে। তার সম্পর্কে তরুণ প্রজন্ম অনেক কিছু জানতে পারবে এর মাধ্যমে।
স্টিলের পাতে তৈরি ১৮ ফুট উঁচু গিটারটিতে রয়েছে ৬টি তার। চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তকের দিকে যাওয়ার সময় গিটারটির সামনের অংশ চোখে পড়বে।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন আইয়ুব বাচ্চুর জানাজায় অংশ নিয়ে বলেছিলেন, আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে পদক্ষেপ গ্রহণ করা হবে। তার সেই প্রতিশ্রুতি রাখতে গিয়ে মেয়র নগরীর প্রবর্তক মোড় গোলচত্বরে কিংবদন্তির ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে তার ব্যবহার করা রুপালি গিটারের প্রতীক উপস্থাপনের উদ্যোগ নেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি