ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বোনের হাতে ধর্ষণের শিকার বিখ্যাত গায়ক কার্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৭, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বিখ্যাত গায়ক অ্যারোন কার্টার। সম্প্রতি এক ভায়াবহ অভিজ্ঞাতার কথা প্রকাশ করলেন তিনি। মার্কিন এই গায়কের বয়স যখন দশ তখনই নাকি নিজের বোনের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। নিজের টুইটারে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন এই তারকা।

টুইটার অ্যাকাউন্টে অ্যারোন কার্টার লেখেন, যখন তার বয়স মাত্র দশ বছর। সেই সময় তার দিদি লেসলি তাকে ধর্ষণ করেন।

অ্যারোন কার্টার আরও জানান, তার বোন দীর্ঘদিন ধরে বায়োপলার ডিসঅর্ডারে ভুগছিলেন। এই কথাটি তিনি কাউকেই জানাতে চাননি। কিন্তু ঘটনাক্রমে তিনি সেটা সবাইকে জানান।

এদিন তিনি আরও বলেন, মাত্র ৮ বছর বয়স থেকে আমি নাচ শুরু করি। এর পর যখন ১০ বছর বয়স হয় তখন থেকে বোন ধর্ষণ করতে শুরু করে। ১৩ বছর বয়স পর্যন্ত আমি ধর্ষণের শিকার হই। যদিও সেই সময় ওর বায়োপলার ডিসঅর্ডারের চিকিৎসা চলছিল। শুধুমাত্র বোনই নয়, আমার ভাইয়ের দ্বারাও নির্যাতিত হই সারা জীবন।

এরপর টুইট করে তিনি তার ভাইয়ের দিকে আঙুল তোলেন এবং বলেন, এবার সত্যি বলার সময় এসেছে ভাইয়ের।

তার সর্বশেষ টুইটে তিনি লিখেছেন, যেহেতু আমার এই বক্তব্যে সত্যতা রয়েছে তাই আমি আশা করি মানুষ শান্তি ও ন্যায়বিচার খুব শিগগিরিই পাবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি