ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

বিবাহিত নারীদের সুন্দরী প্রতিযোগিতা

আজ নির্বাচিত হবে ‘মিসেস বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

দেশে প্রথমবারের মত বিবাহিত নারীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘মিসেস বাংলাদেশ’-শীর্ষক সুন্দরী প্রতিযোগিতার। খোঁজ, বাছাই ও প্রশিক্ষণ শেষে ইতিমধ্যে বেছে নেওয়া হয়েছে সেরা দশজনকে। আজ সন্ধ্যা সাতটায় গুলশান ক্লাবে বসছে এর চূড়ান্ত পর্ব। কে হচ্ছেন ‘মিসেস বাংলাদেশ’ তা জানা যাবে আজ।

‘মিসেস বাংলাদেশ’ এর সেরা ১০ প্রতিযোগী হলেন- সুমা নুসরাত, আফরিন রহমান, মাটি সিদ্দিকী, সাবরিনা শারমিন সোনিয়া, আরাফা দিলশাদ, রুমানা হক, সানজিদা সুলতানা, মুনজারিন অবনী, রাবেয়া সুলতানা ও নুসরাত জাহান সামান্তা।

আয়োজক প্রধান অপূর্ব আবদুল লতিফ জানান, বাংলাদেশে বিবাহিত মেধাবী নারীদের নিয়ে এরকম কোনো আয়োজন আগে হয়নি। নারীর শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যেই এ আয়োজন।

উল্লেখ্য, ‘মিসেস বাংলাদেশ-২০১৯’ প্রতিযোগিতায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন সারাদেশের দুই হাজারেরও বেশি বিবাহিত প্রতিযোগী। প্রাথমিক নির্বাচন ও পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে নির্বাচন করা হয় সেরা দশ প্রতিযোগিকে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি