ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

অভিনেতার বাগান বাড়িতে অজ্ঞাত মরদেহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৯, ২১ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেলো দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের বাগান বাড়িতে। এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা। এদিকে পুলিশও এ মৃত্যুর তদন্ত শুরু করেছে।

জানা গেছে, প্রায় ৬ মাস আগে তেলাঙ্গনার রঙ্গরেড্ডি জেলায় ৪০ একর জমিসহ এই বাগান বাড়ি কিনেছিলেন নাগার্জুন। এতদিন এই জমি পড়েই ছিলো। সম্প্রতি এই জমিতে চাষের জন্য লোক নিয়োগ করেছিলেন তিনি। বুধবার বাগানে কাজ করতে গিয়েই কর্মীরা এই মৃতদেহের খোঁজ পান।

বাগান বাড়ির কর্মীরাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মৃত মানুষটি এই নির্জন বাগান বাড়িতে এসে আত্মহত্যা করেছে। মরদেহটি এতটা পুরোনো হয়েছে যে চেহারা দেখে তাকে চেনার উপায় নেই। কে এই ব্যক্তি তার পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও গত বছর নাগার্জুনের বাগানবাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। ভেঙ্কাটা রাজু (৩২) ও দুর্গা (৩০) ওই বাড়ির শ্রমিক ছিলেন। তদন্তের পর পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তারা।

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি