ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সমালোচনার মুখে টেইলর সুইফটের কনসার্ট বাতিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৩:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সমালোচনার মুখে অবশেষে মেলবোর্ন কাপে মার্কিন জনপ্রিয় সংগীত শিল্পী টেইলর সুইফটের কনসার্ট বাতিল হল। আগামী ৫ নভেম্বর অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় মার্কিন গায়িকার গাওয়ার কথা ছিল।

কিন্তু ওই অনুষ্ঠানে ঘোড়াদৌড় নিয়ে প্রাণী অধিকার রক্ষাকারী সংগঠনের পক্ষ থেকে সমালোচনা শুরু হয়। সুইফটকে ‘প্রাণী নির্যাতনকারীর সমর্থক’ হিসেবে আখ্যা দেন সমালোচনাকরীরা।

আয়োজক সংস্থা ‘ভিক্টোরিয়া রেসিং ক্লাব’ এক বিবৃতিতে জানিয়েছে, দুঃখের সঙ্গে সবাইকে জানাচ্ছি, সুইফট কনসার্টে উপস্থিত হতে পারছেন না। তবে আশা করি, ২০২০ সালে অস্ট্রেলিয়ার ভক্তরা সরাসরি টেইলর সুইফটের গান শুনতে পারবেন।

তবে কনসার্ট বাতিল বিষয়ে টেইলর সুইফটের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মেলবোর্ন কাপ অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, যা ১৮৬১ সালে থেকে হয়ে আসছে। আর এ কাপে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত ছয়টি ঘোড়ার মৃত্যু হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি