ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথম গানেই আলোচনায় মিমি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৪:৫০, ২৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রকাশ পেয়েছে টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তীর গাওয়া একক গান ‘আনজানা’। ২২ সেপ্টেম্বর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় তার গাওয়া প্রথম একক গানটি। শুধু গানে কণ্ঠ দেওয়াই নয়, নিজের গাওয়া গানটির সঙ্গে মডেলও হয়েছেন তিনি। তবে গানটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী।

মিমি অনেক আগেই ‘ড্রিম’ নামে একটি অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। যে অ্যালবামের প্রথম গান হিসেবেই প্রকাশ পায় ‌‘আনজানা’। এতো দিন মিমির ভক্তরা বেশ আগ্রহ নিয়ে গানটির জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু গানটি শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। গান নিয়ে নানা সমালোচনা করছেন ভক্তরা। এর কারণ হচ্ছে, মিমির গাওয়া গানটির কথাগুলো বাংলা নয়। প্রথম গানেই হিন্দি আর ইংরেজি ভাষাকে বেছে নিয়েছেন তিনি।

গানটির কথা লিখেছেন রাজীব দত্ত। সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওটিতে কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। পুরো ভিডিওটিতে একেক সময় একেক রূপে এসে চমকে দিয়েছেন মিমি।

এর আগে ‘মন জানে না’ সিনেমার জন্য ‘কেন যে তোকে’ গানটি শোনা গিয়েছিল মিমি চক্রবর্তীর কণ্ঠে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি