ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

অবশেষে পাওয়া গেল মাসুদ রানাকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আলোচনা-সমালোচনা ও বিতর্কের পর অবশেষে পাওয়া গেল মাসুদ রানাকে। রিয়ালিটি শো ‘কে হবে মাসুদ রানা?’র চ্যাম্পিয়ন হয়েছেন আরেক রানা।

শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বহুল প্রতীক্ষিত এই রিয়ালিটি শোয়ের সিজন ফিনালে ঘোষণা হয়। হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালেতে রাসেল রানাসহ শীর্ষ ছিলেন তিনজন। বাকি দুজন সাজ্জাদ খান এবং জুনায়েদ। তবে বিচারকদের বিবেচনায় রাসেল রানাকে সেরা বলে বিবেচিত করা হয়।

বিজয়ী হিসেবে রাসেল রানা জিতে নিয়েছেন একটি টয়োটা অ্যাকুয়া গাড়ি।

এর আগে সিজন ফিনালের মঞ্চে কোরিওগ্রাফার তানজিল আলমের তত্ত্বাবধায়নে সেরা তিনজন প্রতিযোগীর অসাধারণ পারফর্মেন্স নজর কাড়ে সবার। শুধু প্রতিযোগীরাই নয়, অনুষ্ঠানে শোয়ের প্রধান বিচারক চিত্রানায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমার যৌথ পারফর্মেন্সও চুটিয়ে উপভোগ করেন সবাই।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি