ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বেদনাবিধুর বিচ্ছেদের স্মৃতিচারণে আঞ্জেলিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ১০ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

হলিউড অভিনেত্রী আঞ্জেলিনা জোলি। বহুদিন হলো এক সময়ের প্রাণের মানুষ ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। কিন্তু সেই বিচ্ছেদ তার জন্য ছিল বেশ বেদনাবিধুর। অনেক কষ্টে দিন কেটেছে তার। এবার সেই কষ্টের স্মৃতিচারণ করলেন অভিনেত্রী।

ফরাসি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে জোলি বলেন, ‘বিচ্ছেদের কষ্ট কতটা, যার হয় সেই ভালো জানে। কাউকে দেখে বা কারো চোখের জল দেখে দূর থেকে বোঝা সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘আমার ভাগ্যে কী আছে তা আমি সঠিকভাবে জানি না। এমনকি আন্দাজও করতে পারি না। কিন্তু এটুকুই বুঝতে পেরেছি যে, নিজের মধ্যে একটা পরিবর্তন কাজ করছে। অনেকটা শিকড়ে, নিজের রূপে ফেরার মতো। কারণ নিজেকে হারিয়ে ফেলেছিলাম। মনে হয়, ব্র্যাডের সঙ্গে আমার বিচ্ছেদের কারণে এটা হয়েছে।’

জোলি বলেন, ‘আমার জীবনের সবচেয়ে জটিল সময় ছিল তখনই। এতটাই জটিল যে, নিজেকেই চিনতে পারছিলাম না। অনেকটা তুচ্ছ হয়ে গিয়েছিলাম। সত্যিই গভীরভাবে কষ্ট পেয়েছিলাম।’

উল্লেখ্য, ২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিংসেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ ১০ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি