ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৯ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:১৯, ১৯ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ বচ্চন। শুক্রবার রাত দশটার দিকে হাসপাতাল থেকে ছাড়া হয় বিগ বি’কে। তাকে বাড়ি নিয়ে যান ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন।

বলিউডের এই সুপারস্টার মঙ্গলবার গভীর রাতে লিভারের সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন।

এদিকে বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেছেন অভিনেতা।

প্রসঙ্গত, অমিতাভের লিভারের সমস্যা দুই দশকের পুরোনো। গুরুত্বপূর্ণ অঙ্গটির মাত্র ২৫ শতাংশ কাজ করছে।

২০০০ সালে টিউবারকিউলোসিসের চিকিৎসা নিতে হয় এই কিংবদন্তি অভিনেতার। তিনি জানতেন না, প্রায় ৮ বছর আগে থেকে এই রোগ শরীরে বাসা বেঁধেছিল।

এছাড়া ‘কুলি’র সেটে গুরুতর দুর্ঘটনার শিকার হন অমিতাভ। ওই সময় একাধিক অস্ত্রোপচারও হয় তার শরীরে। প্রচুর পরিমাণ রক্ত নিতে হয়। রক্তদাতার কাছ থেকে তার শরীরে হেপাটাইটিস বি’র ভাইরাস অজান্তে প্রবেশ করে। এরপর থেকেই তাকে সব সময় চিকিৎসকের পরামর্শ নিতে হয়। নিয়মিত পর্যবেক্ষণের কারণেও থাকতে হয় হাসপাতালে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি