রানুর কণ্ঠে ‘তুঝে দেখা তো এ জানা সনম’ ভাইরাল (ভিডিও)
প্রকাশিত : ১২:৩৮, ২৯ অক্টোবর ২০১৯

রানাঘাটের রানু মণ্ডল। কণ্ঠের জাদু দিয়ে মাত করেছেন পুরো ভারতবাসীকে। অল্পদিনেই পেয়েছেন তারকাখ্যাতি। বয়সে প্রবীণ এই নারী এখন বিখ্যাতদের তালিকায়। স্টেশনে গান গেয়ে ভাইরাল হওয়া এই প্লাটফরম সিঙ্গার আবারও শিরোনামে উঠে এসেছেন।
সম্প্রতি তিনি মালয়ালম রিয়েলিটি শো ‘কমেডি স্টার’-এ উপস্থিত ছিলেন। সেখানে গিয়ে ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমার ‘তেরি মেরি কাহানি’ গানটি ছাড়াও গেয়েছেন বেশ কয়েকটি গান। তার মধ্যে ছিল শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সিনেমার একটি গান। ডিডিএলজে সিনেমার সেই গানের ভিডিও প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছে। আর এর মাধ্যমেই নেটদুনিয়ায় ফের আলোচনায় উঠে এসেছেন রানাঘাটের রানু মন্ডল।
ইনস্টাগ্রামে আপলোড হওয়া সেই ভিডিওতে রানুকে দেখা গেছে- ‘তুঝে দেখা তো এ জানা সনম’ গানটি গাইতে। বলিউডের এভারগ্রিণ এই গান রানুর গলায় আরও যেনো প্রাণ পেয়েছে।
প্রসঙ্গত, ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি ভাইরাল হওয়ার পর থেকেই ছুটে চলেছে রানু। বলিউড সিনেমা থেকে একের পর রিয়েলিটি শো-তে গান গাইছেন তিনি।
দেখুন সেই ভিডিও :
এসএ/