ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাজল আগারওয়ালের বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। একের পর এক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার অভিনয় গুণ ও গ্লামারে মুগ্ধ ভক্তরা। অভিনয়ের জনপ্রিয়তার পাশাপাশি অনেকের ক্রাশও তিনি। তার সুন্দর মুখ অনেক ভক্তকেই নাজেহাল করে ছাড়ে। এবার সেইসব ভক্তদের হৃদয় ভাঙলেন অভিনেত্রী। বিয়ে করছেন কাজল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী বছর বিয়ে করছেন দক্ষিণী সিনেমার এই তারকা। তার হবু বর মিডিয়ার বাইরের একজন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। সম্প্রতি অভিনেত্রী নিজেই বিয়ের এমন পাকা খবর জানিয়েছেন।

যদিও কাজল আগেই জানিয়েছিলেন, সিনেমার জগতের কাউকে তিনি বিয়ে করতে চান না। এর আগেও তার সঙ্গে এক ব্যবসায়ীর প্রেম ছিল। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি।

প্রসঙ্গত, দক্ষিণী সিনেমার চেনা মুখ কাজল বলিউডেও বেশ জনপ্রিয়। অজয় দেবগণের সঙ্গে তার সিংঘম সিনেমাটি দারুণ হিট হয়। এই মুহূর্তে তিনি বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। সেগুলো শেষ হলেই বিয়ের প্রস্তুতি নেবেন। বিয়েটা হচ্ছে একেবারে পারিবারিকভাবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি