ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একি হাল আমির খানের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৭, ১১ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৮:০১, ১১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আমির খানকে দেখলে একেবারেই চেনা যাচ্ছে না। অচেনা এক আমির যার গোঁফের সঙ্গে মিশে গিয়েছে লম্বা, ঘন দাড়ি। মাথায় শক্ত করে বাঁধা পাগড়ি। মানানসই চেক শার্ট আর প্যান্ট। প্যান্টটা আবার কোমর থেকে খানিকটা উঁচুতে তুলে বেল্ট দিয়ে বাঁধা। পায়ে স্পোর্টস শু। চোখ দিয়ে যেন ঠিকরে পড়ছে তীক্ষ্মতা। কেন তার এ অবস্থা তা কি জানেন?

ইনি ‘লাল সিং চাড্ডা’। কে এই লাল সিং চাড্ডা? আমির খানের পরবর্তী ছবির প্রধান চরিত্র। যে চরিত্রে রয়েছেন স্বয়ং আমির খান। আমিরের পরবর্তী ছবি লাল সিং চাড্ডার শুটিং শুরু হয়ে গিয়েছে। ১৯৯৪ ছবি 'ফরেস্ট গাম্প' ছবির হিন্দি রিমেক এই ‘লাল সিং চাড্ডা’।

সম্প্রতি আমির খানের নতুন ছবির লুক প্রকাশ হয়েছে। তা দেখে উচ্ছ্বসিত আমিরের ভক্তরা। কেউ বলছেন, ‘এটাই আসল অভিনেতার পরিচয়’, তো কেউ বলছেন, ‘দারুণ মানিয়েছে আমিরকে’। আমিরের এই ছবিটি ২০২০ সালে ক্রিসমাসের সময় মুক্তি পাওয়ার কথা। এই ছবির জন্য ২০ কিলোগ্রাম ওজন কমিয়েছেন আমির খান।

এই ছবিতে করিনা কাপূরকেও দেখা যাবে। গোলাপি সালোয়ার পরা তাঁরও এই ছবির লুক প্রকাশ পেয়েছে আগেই।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি