ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রীতির নতুন প্রজেক্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। আবারও ক্যামেরার সামনে ফিরে এলেন তিনি। তবে কোনও দেশি সিনেমাতে নয়, তিনি ফিরেছেন আমেরিকান শো ‘ফ্রেশ অফ দ্য বোট’-এ। আগামী যে কোনও পর্বে এতে তাকে দেখা যাবে। যেখানে তিনি অতিথি শিল্পী।

ইতিমধ্যে সেই পর্বের শুটিংও শুরু হয়ে গেছে বলে জানালেন অভিনেত্রী।

নতুন এই প্রজেক্ট নিয়ে প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় লেখেন , ‘আবার শুরু করা গেল। লোকেশনে পৌঁছে গিয়েছি ‘ফ্রেশ অফ দ্য বোট’র শুটিংয়ে। প্রথম দিনের কাজ শেষ করলাম। এখনও বেঁচে আছি এটা ভাগ্য। তবে এখন আর ভয়ে কাঁপছি না। এটি দেখলেই বুঝবেন। পরিবেশ এবং পরিস্থিতি বদলে গেলেই একদম নবাগত হয়ে পড়ি আমরা। ভালো লাগছে আর সবটাই নিয়েও নিচ্ছি।’

এই লেখার পাশাপাশি তিনি পোস্ট করেছেন মেকআপ রুমে বসে একটি মিরর সেলফি। নব্বই দশকের প্রেক্ষাপটে এক হিপ হপ প্রেমী টিনেজার এডি হুয়াং’র গল্প, যে ঘটনাচক্রে অরল্যান্ডার জীবন যাপনের সঙ্গে মানিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, এই মুহূর্তে ‘ফ্রেশ অফ দ্য বোট’ চলছে ষষ্ঠ সিজনে। প্রীতির সঙ্গে এই সিরিজে অভিনয় করছেন ভারতীয় কমেডিয়ান বীর দাস।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি