‘ইত্যাদি’ এবার পার্বত্য জেলা বান্দরবানে
প্রকাশিত : ১০:৪৯, ২৫ নভেম্বর ২০১৯
গত কয়েক বছর ধরে আমাদের ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানগুলোয় নির্মাণ করা হচ্ছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। এবারের পর্বের জন্য পাহাড়ি জেলা বান্দরবানের নীলাচলকে নির্বাচন করা হয়েছে।
আয়োজকরা জানান, এই পর্বে থাকছে বান্দরবানের ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন, আঁখি আলমগীর ও মারমা গানের শিল্পী মান মান সিংয়ের দ্বৈত গান, ১১টি নৃগোষ্ঠী ও বাঙালি শিল্পীদের সম্মিলিত নাচ, দর্শক পর্ব এবং সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে বেশ কিছু সরস নাট্যাংশ।
এ ছাড়াও থাকছে আরও বেশ কিছু আয়োজন।
অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
আগামী ২৯ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ‘ইত্যাদি’।
এসএ/