ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

বোঝাপড়া ভালো না তাই ভেঙে গেলো শ্বেতার সংসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বলিউড অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। ২০১৮ সালের ১৩ ডিসেম্বর দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক রোহিত মিত্তলকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। আর মাত্র দু’দিন বাকি ছিল বিবাহবার্ষিকীর। তবে এরই মধ্যে বছর শেষ না হতেই ভেঙে গেছে তাদের সংসার। বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন শ্বেতা।

এ নিয়ে নিজের ইন্সটাগ্রামে শ্বেতা লেখেন, ‘আমাদের মধ্যে বোঝাপড়া ভালো হচ্ছিলো না। তাই আমরা আলোচনার মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রসঙ্গত, রোহিত মিত্তলের সঙ্গে বেশ ধুমধাম করেই গাঁটছড়া বেঁধেছিলেন শ্বেতা বসু প্রসাদ। লাল রঙের বেনারসি পরে একেবারে বাঙালি সাজেই বিয়ের পিঁড়িতে বসেন তিনি। বিয়েতে দক্ষিণী সিনেমা জগতের অসংখ্য তারকা হাজির হয়েছিলেন। বিয়ের পর শ্বেতা এবং রোহিতের সংবর্ধনা অনুষ্ঠানও হয়েছিল জমকালোভাবে।

রোহিত মারোয়ারি আর শ্বেতা বাঙালি। তাই মারোয়ারি এবং বাঙালি এই দুই রীতিতেই বিয়ের অনুষ্ঠান হয়েছিল।

কিন্তু বিয়ের কয়েক মাসের মধ্যেই রোহিতের সঙ্গে মতের অমিল দেখা দেয় শ্বেতার। বিভিন্ন সময় এই সমস্যা সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এরপরই দুজনের যৌথ সিদ্ধান্তে বিচ্ছেদের পথ বেছে নেন শ্বেতা-রোহিত। তাদের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি