ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

বড় দিনের গান নিয়ে হাজির হলেন এন্ড্রু কিশোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৭, ২৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২৩:১২, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে ক্যান্সারের সঙ্গে লড়ছেন খ্যাতিমান সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। এমতাবস্থায় নতুন একটি গান নিয়ে তিনি হাজির হয়েছেন। তবে গানটিতে কণ্ঠ দিয়েছেন অসুস্থ হওয়ার আগেই।

‘কাছে তুমি আছো বলে তাই’ এই শিরোনামের গানটি আজ মুক্তি দেওয়া হয়েছে। গানটি লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীত পরিচালনা করেছেন তমাল চক্রবর্তী।

বুধবার বিকেলে খ্রিষ্টানদের বড়দিন উপলক্ষে গ্রিব্স মিউজিকের ব্যানারে ভিডিওসহ গানটি প্রকাশ পেয়েছে। গানটিতে এন্ড্রু কিশোরের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সুমাইয়া। এর ভিডিও নির্মাণ করেছেন অনুরাগ পতি।

গানটি যখন প্রকাশ হয় তখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিছানায় রয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী এন্ড্রু কিশোর। গত ৯ সেপ্টেম্বর ক্যান্সারের চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাড়ি জমান এই গুনি শিল্পী।

 

এসি
   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি