ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন বিদিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

বিদিতা বাগ। নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে বাবুমশাই বন্দুকবাজ সিনেমাতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। এবার ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী।

হাতে প্ল্যাকার্ড, রক্তাক্ত শরীরের ছবি পোস্ট করে নতুন প্রতিবাদের অংশীদার হলেন এই তারকা। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি ভয়াবহ ছবি পোস্ট করেছেন। যা পোস্ট করার পর দ্রুত ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা গেছে, ছেঁড়া পোশাক আর শরীরের নানা জায়গায় ক্ষতের চিহ্ন। ঝরঝর করে পড়ছে রক্ত! মুখ, চোখ ফুলে আছে। চোখের কোনে কালসিটে!

ছবি পোস্ট করে বিদিতা লিখলেন, ‘অনুমতি? কীসের অনুমতি? ইচ্ছের খুন? আমি কেঁদেছি, আমি চিৎকার করেছি, তারপর ধর্ষণ! আমি একেবারেই ভেঙে পড়েছি, শারীরিক দিক থেকে, ইমোশনাল দিক থেকে। তবুও প্রতিবাদ করতে চাই! গর্জে উঠতে চাই।’

মূলত, ধর্ষণ নিয়ে ক্যাম্পেইনের অংশ হিসেবে বিদিতা বাগের এই পোস্ট। নতুন দশকে যেন পুরুষ নারীর অনুমতিকে মর্যাদা দেয় এমন আবেদন জানিয়েছেন বিদিতা।

প্রসঙ্গত, বলিউডে সম্প্রতি যেয়েকজন বাঙালি অভিনেত্রী কৃতিত্বের পরিচয় দিয়েছেন তাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন তিনি।
এসএ/
 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি