ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

নেহার পাশে দাঁড়িয়ে এবার তাকেই বিয়ে করছেন আদিত্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৮, ৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে বিয়ে হচ্ছে সংগীত শিল্পী নেহা কক্করের। অনেক দিন ধরে গুঞ্জন উঠেছিল- তারা প্রেম করছেন। এর মধ্যেই নেহার সঙ্গে ছেলে আদিত্যর প্রেম ও বিয়ের ইঙ্গিত দিয়েছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ নিজেই।

এই মুহূর্তে ইন্ডিয়ান আইডল ১১ ’র সঞ্চলনা করছেন আদিত্য নারায়ণ। যে শোয়ে বিচারকের আসনে রয়েছেন নেহা কক্কর। সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ ও তাঁর স্ত্রী দীপা নারায়ণ। শোয়ে এসে উদিত নারায়ণ বলেন, ‘ইন্ডিয়ান আইডল শোটি এবার তাঁর আরও একটি বিশেষ কারণে ভালো লাগছে, কারণ এই শোয়ের বিচারক নেহা তাঁর পুত্রবধূ হতে চলেছেন। এখানেই শেষ নয় নেহাকে পুত্রবধূ হিসাবে মেনে নেন উদিত নারায়ণের স্ত্রী দীপাও।’

জানা যাচ্ছে নেহার বাবা-মাও ইন্ডিয়ান আইডলে এসে আদিত্যকে জামাই হিসাবে স্বীকার করে নিয়েছেন। 

প্রসঙ্গত, কিছুদিন আগে প্রাক্তন প্রেমিক হিমেশ কোহলির কথা ইন্ডিয়ান আইডল চলাকালে কেঁদে ফেলেন নেহা কক্কর। তাঁর চোখে জল দেখে মন খারাপ হয়ে যায় অন্যান্যদের। সে সময় নেহার মন ভাল করতে এরপর মাঠে নামেন সঞ্চালক আদিত্য নারায়ণ। ‘মুঝসে শাদি করোগি’ গান গেয়ে তিনি হাসিয়ে দেন নেহাকে। পাশাপাশি নেহাকে তিনি বিয়ে করে তবেই বাড়িতে ফিরবেন বলেও জানান উদিত নারায়ণর ছেলে।

তবে এই মজাই যে এবার বাস্তবে রূপ নেবে তা জানতেন না কেউ। তবে নেহা-আদিত্যর বিয়েটা কবে হতে চলেছে তা জানা যায়নি। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি