ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

অ্যাসিড আক্রান্ত কঙ্গনার বোন রঙ্গোলির ভয়াবহ অভিজ্ঞতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২২, ১০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:২৪, ১০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা ‘ছপক’ তৈরি করেছেন পরিচালক মেঘনা গুলজার। যেখানে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাডুকোন। সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই পুরো ভারতে তোলপাড় শুরু হয়েছে। এবার অ্যাসিড হামলা নিয়ে মুখ খুললেন কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল।

দীপিকার সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ের পর টুইটার হ্য়ান্ডেলে নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন রঙ্গোলি।

তিনি জানান, কলেজে পড়াকালীন তাকে তারই একবন্ধু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সেই বন্ধুর উপর তার কোনও অনুভূতি ছিল না। ফলে বিয়ে করবেন না বলে ওই বন্ধুকে স্পষ্ট জানিয়ে দেন রঙ্গোলি। বাড়ির কাউকে ওই ঘটনার কথা তিনি জানাননি। ওই সময় মহিলাদের হোস্টেলে থেকে পড়াশোনা করতেন রঙ্গোলি। এরই মধ্যে বায়ুসেনায় কর্মরত এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে ঠিক করে পরিবার। বিয়ের এ খবর জানতে পেরেই সেই বন্ধু একদিন হোস্টেলে হাজির হন। দরজা খোলার সঙ্গে সঙ্গে রঙ্গোলির মুখে অ্যাসিড ছুড়ে মারেন। তারপরই শেষ হয়ে যায় সবকিছু।

রঙ্গোলি চান্দেল বলেন, হামলাকারী অবিনাশ শর্মার কথা তিনি যদি আগে থেকে বাড়ির লোককে জানাতেন, তাহলে হয়ত এই ঘটনা ঘটত না।

প্রসঙ্গত, পরিচালক মেঘনা গুলজার অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগরওয়ালের জীবন নিয়ে সিনেমা তৈরি করায়, তাকে এবং দীপিকা পাডুকনকে অনেক আগেই ধন্যবাদ জানান কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল।
সূত্র : জি নিউজ
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি