ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ছেলের সঙ্গে গাইলেন ঈশিতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ২২ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের বাইরে তিনি গানও করেন। নতুন বছরে ঈশিতা নিয়ে এসেছেন লাকী আখন্দের কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’। মজার বিষয় হচ্ছে এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছেলে যাভীর দৌলা। সম্প্রতি ইউটিউবে গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।

নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী। ভিডিও নির্দেশনা দিয়েছেন মঞ্জু আহমেদ। ভিডিওতে মডেল হয়েছেন ঈশিতা ও যাভীর। গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ।

গানটি নিয়ে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর খুব শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জন মিলে গানটি করা। এই গানটি আমাদের দু’জনেরই খুব প্রিয়। মজা-আনন্দে কাজটি করেছি। আশা করছি গানটি মানুষের ভালো লাগবে।’

অপরদিকে গত বছর প্রকাশিত হয় ঈশিতার ‘আমার অভিমান’ শিরোনামের একটি গান। লূৎফর হাসানের কথা ও সুরে এই গানটির সংগীত পরিচালনা করেন মার্সেল। মিউজিক ভিডিও নির্মাণ করেন মঞ্জু আহমেদ। এ গানটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি