ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এবার রানু মণ্ডলের সঙ্গে গাইলেন উদিত নারায়ণ

আউয়াল চৌধুরী

প্রকাশিত : ২১:৫৪, ৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০০:০৭, ১২ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

রানাঘাট স্টেশন থেকে একেবারে বলিউড পাড়ায় প্রবেশ করে ফেললেন রানু মণ্ডল। একের পর এক গান গেয়ে বাজিমাত করে দিচ্ছেন। এবার প্রকাশ্যে এল রানু মণ্ডলের গাওয়া 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবির 'ক্যাহে রহি হ্যায় নজদিকিয়া' গানটি।

তবে শুধু রানু মণ্ডলই নন, এই গানটি রানুর সঙ্গে গেয়েছেন হিমেশ রেশমিয়া, উদিত নারায়ণ ও পায়েল দেব। 

উদিত নারায়ণের সঙ্গে রানুর গানটির রেকডিংয়ের কিছু ভিডিয়ো আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন হিমেশ রেশমিয়া। সে সময়ই উদিত নারায়ণের সঙ্গে রানু গান গাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হয়েছিল। অবশেষে সেই পুরো গানটিই এবার ইউটিউবে প্রকাশ্যে আনা হল। এই গানের মেলোডিতে মন ভরবে আপনারও।

রানাঘাট স্টেশন 'এক প্যার কা নগমা' গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার পর প্রথমে মুম্বইয়ের একটি রিয়েলিটি শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিয়োতে গিয়ে পর পর দুটি গান রেকর্ড করান রানু মণ্ডল।

তবে শুধু হিন্দি গানই নয়, গত বছর পুজোর গানও রেকর্ড করেছিলেন রানু। বেশকিছুদিন আগে লতা মঙ্গেশকরের বহুল জনপ্রিয় ‘‘আমার দুচোখে চোখ রেখে দেখো,. বাজে কি বাজে না মনোবীণা’’ গানটি গেয়ে বেশ প্রশংসা পেয়েছিলেন রানু মণ্ডল।

 

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি