ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

তাহসানকে ‘হ্যান্ডসাম’ বলায় চটে গেলেন সৃজিত!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২০

তাহসান ও সৃজিত-মিথিলা

তাহসান ও সৃজিত-মিথিলা

Ekushey Television Ltd.

বসন্ত চলে আসতেই বসন্ত উদযাপনে মেতে ওঠে গোটা বাংলাদেশ। বাদ নেই তারকারাও। হালের আলোচিত তারকা দম্পতি সৃজিত মুখার্জী আর রাফিয়াত রশিদ মিথিলাও আছেন সেই তালিকায়। নিজেদের বসন্ত বরণের ছবিও পোস্ট করেছেন টুইটারে। 

তবে ঘটনা ঘটেছে এর পরেই। মিথিলার করা ওই পোস্টে এক বাংলাদেশির কমেন্ট দেখে বেশ চটেই গেছেন সৃজিত। কারণ, সেখানে তাহসানকে 'হ্যান্ডসাম' আর সৃজিতকে 'বুড়ো' বলা হয়েছে।

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে নিজেদের যুগলবন্দি ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম রায়ের জনপ্রিয় গান 'বসন্ত এসে গেছে' -এর চার লাইন তুলে দেন মিথিলা। পোস্ট দেয়ার পর থেকেই কমেন্টবক্সে পড়তে থাকে একের পর এক কমেন্ট। 

যেখানে মি. আলিম নামে বাংলাদেশি একজন লিখেছেন, 'তাহসান এর মতো হ্যান্ডসাম বয় ছেড়ে দিয়ে ওল্ড বয়কে ধরছে।' আর যায় কোথায়! এতেই চটে গেলেন সৃজিত। সেই কমেন্ট রিটুইট করে তিনি লিখেছেন, 'আমি জানি। রোজ আয়না দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। বোটক্স আর প্লাস্টিক সার্জারির জন্য টাকা জমাচ্ছি!'

সৃজিতের ওই রিটুইটের কমেন্টবক্সে অবশ্য হাসির ইমো-ই দিয়েছেন মিথিলা। এছাড়া তাদের ভক্তরাও তাদের পক্ষে আরও অনেক কমেন্ট করেছেন। যেমনটা শুভম আহমেদ লিখেছেন, 'দরকার কী সবকিছুর উত্তর দেওয়ার? আপনাদের জন্য ভালোবাসা।' 

মধুরা নামের এক ভক্ত লিখেছেন, 'মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রল করা কি আর বন্ধ করবে না এরা?'

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয় মিথিলার। দাম্পত্যের ১১ বছর পর ভাঙন ধরে তাদের সুখের সংসারে। ২০১৭ সালের জুলাই মাসে উভয়ের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয় তাদের। 

এরপর গত বছরের ৬ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয় দাম্পত্য জীবন শুরু করেন মিথিলা। এটা তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম ও পরিণয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি