ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ ফকির আলমগীরের জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ২১ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের জন্মদিন আজ। তিনি ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। 

গণসংগীতশিল্পী হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধে একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংগীত পরিবেশন করে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছিলেন। 

সংগীতের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ফকির আলমগীর পেয়েছেন একুশে পদক।

এ শিল্পীর জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমির একুশে বইমেলায় আজ সন্ধ্যায় কেক কাটা হবে। পাশাপাশি মূলমঞ্চে রয়েছে তার একক সংগীতানুষ্ঠান। এ ছাড়া আগামী ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ফকির আলমগীরের ৭০তম জন্মদিন উপলক্ষে ‘আনন্দ আয়োজন’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি