ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কাকে বিয়ে করছেন তাহসান?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সঙ্গীতশিল্পী তাহসান খানের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নতুনভাবে জীবন শুরু করছেন এমনটাই জানা যাচ্ছে। তবে পাত্রী কে? কাকে বিয়ে করছেন তাহসান।

মিথিলার সঙ্গে বিবাহবিচ্ছেদ পরবর্তী তার বিয়ের পর আবার নতুন করে নাকি পথ চলা শুরু করতে চলেছেন তিনি। জানা যায়, কিছু দিন আগে ঢাকার বনানী অঞ্চলের এক রেস্তরাঁয় একজন সংবাদ পাঠিকার সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটাতে দেখা গেছে তাহসানকে। সে কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। ওই মানুষটিই তাহসানের জীবনের ‘স্পেশাল পার্সন’-দাবি করছেন অনেকেই।

তবে কেউ বলছেন এটা নিছকই গুঞ্জন, উড়ো গসিপ। কাজের জন্যই সেই সংবাদ পাঠিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবুও ভক্তদের মধ্যে জল্পনা থামছেই না...যদিও গোটা ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তাহসান।

দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা জুটি। ২০১৯-এর ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন মিথিলা। এরপর থেকে তাহসানের বিয়ে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি