ঢাকা, বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬

মারা গেলেন তুমুল জনপ্রিয় ‘টম অ্যান্ড জেরি’র পরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ২১ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ছিল ‘টম অ্যান্ড জেরি’ সিরিজটি। ছোট বড় সকলের কাছেই ছিল সমান প্রিয়। মহামারি করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই পৃথিবী থেকে বিদায় নিলেন এই কার্টুন সিরিজটির অন্যতম পরিচালক জিন ডিচ। বয়স হয়েছিল তার ৯৫ বছর। 

জন্মসূত্রে মার্কিন নাগরিক হলেও, জীবনের বেশিরভাগ সময়টাই চেক প্রজাতন্ত্রের প্রাগে কাটিয়েছেন জিন ডিচ। বৃহস্পতিবার রাতে সেখানকার লিটল কোয়ার্টার এলাকায় নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নবতিপর এই চিত্র নির্মাতার মৃত্যুর কারণ নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

‘টম অ্যান্ড জেরি’ সিরিজের জন্য ঘরে ঘরে পরিচিতি পেলেও, তাঁর তৈরি স্বল্পদৈর্ঘ্যের অ্যানিমেটেড ছবি ‘মনরো’ ১৯৬০ সালে অস্কার জেতে। তাঁর প্রযোজিত ‘সিডনিজ ফ্যামিলি ট্রি’ ১৯৫৮ সালে অস্কারের জন্য মনোনীত হয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি