ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এবার এফডিসিতে ৫টি গরু কুরবানি দিচ্ছেন পরীমনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ১৬:৩৮, ২৯ জুলাই ২০২০

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এবার ৫টি গরু কুরবানি দেবেন চিত্রনায়িকা পরীমনি। তিনি ২০১৬ সালে বিএফডিসিতে প্রথম পশু কুরবানি করেন।

পরীমনি প্রথম বছর ১টা গরু কোরবানি দেন। এর পরের বছর ২টা, ৩য় বছর ৩টা, ৪র্থ বছর ৪টা এবং এবার ৫ম বছর ৫টি গরু কুরবানি দিচ্ছেন। অসচ্ছল ও কম আয়ের শিল্পীদের জন্যই পরী এই কুরবানি প্রতিবছর দিয়ে আসছেন।

পরীমনি জানান, গত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন তিনি। এবার করোনা মহামারির কারণে কোরবানি নিয়ে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর পাঁচটি গরু কোরবানি দিবেন তিনি। 

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছিল পরীমনি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র। বর্তমানে চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি তার মুক্তির অপেক্ষায় রয়েছে। 

এমএস/এসি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি