ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আব্দুল জব্বারের কালজয়ী গান (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৩০ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

সঙ্গীত জগতের কিংবদন্তী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের আজকের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে গেছেন। 

তাঁর গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ এবং ‘জয় বাংলা বাংলার জয়’ -গান তিনটি ২০০৬ সালের মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাংলা ২০ গানের মধ্যে স্থান করে নিয়েছিল।

এছাড়া ‘পীচ ঢালা এই পথটারে ভালবেসেছি’ ‘সুচরিতা যেওনাকো’, ‘আর কিছুক্ষণ থাকো’, ‘ও রে নীল দরিয়া’, ‘এ মালিক ঈ জাহান’, ‘বিদায় দাও গো বন্ধু তোমরা’, ‘তারা ভরা রাতে তোমার কথা’, ‘ঐ দূর দূর দূরান্তে’, ‘সাথী আমার হলো না’- সহ অসংখ্য গানের গায়ক তিনি। 

তার মৃত্যুদিনে তাকে স্মরণ করার, তাকে শ্রদ্ধা জানানোর একমাত্র মাধ্যম গান। এই গানের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন হাজার বছর। মৃত্যুদিনে তার গাওয়া কালজয়ী কিছু গান নিয়ে এই আয়োজন-

এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি

কালজয়ী ১০টি সেরা গান

এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি