ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছেলেকে নিয়ে অসহায় মানুষের পাশে শিল্পার স্বামী রাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২৬ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৮:২৭, ২৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

শীতের শহরে অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন রাজ কুন্দ্রা। শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার ওই ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসিয়ে দেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন শিল্পার শিল্পপতি স্বামী রাজ কুন্দ্রা। যেখানে ভোর ৬টায় রাস্তায় বেরিয়ে পড়েন রাজ। ছেলে ভিয়ানকে নিয়ে ভোরবেলায় বেরিয়ে অসহায়, গৃহহীন মানুষদের সাহায্য করেন রাজ। ছেলেকে নিয়ে ওই গৃহহীন মানুষের কম্বল দিয়ে সাহায্য করেন শিল্পার শিল্পপতি স্বামী। 

শিল্পার স্বামী বলেন, মাথার উপর ছাদ, প্লেটে অনায়াসে খাবার নিয়ে কখনও অসহায় মানুষদের দুঃখ, দুর্দশা অনুভব করা যায় না। সেই কারণেই ছেলেকে নিয়ে ভোর ৬টায় বেরিয়ে রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাঁরা। সমস্ত প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে গৃহহীন মানুষরা কীভাবে জীবনযাপন করেন, তা বোঝার জন্যই ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন বলেও জানান রাজ কুন্দ্রা।

 

এদিকে রাজ কুন্দ্রা এবং ভিয়ানের ওই ভিডিওতে শিল্পা শেট্টিকে দেখা যায়নি। লকডাউন ওঠার পর শিল্পা বর্তমানে ছোট্ট সমীশাকে নিয়ে ব্যস্ত। ভিয়ান এবং সমীশাকে নিয়ে বর্তমানে শিল্পা শেট্টি ব্যস্ত বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, সারোগেসির মাধ্যমেই জন্ম হয় শিল্পা-রাজের মেয়ে সমীশার। সূত্র: জিনিউজ

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি