ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

স্পাই থ্রিলার নিয়ে আসছেন টাবু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ১৬ সেপ্টেম্বর ২০২১

Ekushey Television Ltd.

গুপ্তচরবৃত্তি নিয়ে অমর ভূষণের ‘এস্কেপ টু নোহোয়ার’ উপন্যাস অবলম্বনে বলিউডে তৈরি হচ্ছে ‘খুফিয়া’ চলচ্চিত্র, যেখানে মুখ্য চরিত্রে থাকছেন টাবু।  

বিশাল ভরদ্বাজ পরিচালিত এই চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করবেন আলী ফজল, ওয়ামিকা গাব্বি এবং আশীষ বিদ্যার্থী।

‘র’ এজেন্ট কৃষ্ণা মেহরাকে নিয়ে সিনেমার মূল কাহিনী। যিনি ভারতের প্রতিরক্ষা বাহিনীর গোপনীয়তা রক্ষায় একটি মিশনে নামেন। 

নেটফ্লিক্সে মুক্তির পর জানা যাবে সিনেমাটির পুরো কাহিনী। তবে ‘খুফিয়া’ রোমাঞ্চে ঠাসা হবে বলে আশা করছেন টাবু। 

টুইটারে তিনি লিখেছেন, ‘রোমাঞ্চ ছাড়া আর কিছুই আশা করবেন না।’ 

বিশাল ভরদ্বাজের সঙ্গে আবার কাজ করতে পারায় উচ্ছ্বাসও প্রকাশ করেন টাবু। এর আগে ‘হায়দার’ সিনেমায় কাজ করেছিলেন টাবু-ভরদ্বাজ।

পরিচালক এবং প্রযোজক বিশাল ভরদ্বাজও সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন। সেই সাথে লিখেছেন, সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি স্পাই থ্রিলার ‘খুফিয়া’। শিগগিরই আসছে নেটফ্লিক্সে। 

এর আগে ‘খুফিয়ার’ গল্পের প্রয়োজনে পরিচালক বিশাল বাংলাদেশি অভিনেত্রী মেহজাবিনকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। 

তবে গল্পে বাংলাদেশি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বিতর্ক হতে পারে, এমন ভাবনায় প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন মেহজাবীন।  
সূত্র : পিংক ভিলা
এসবি/ এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি